অনুসন্ধান

‘যাচাই’ (English: Jachai / Formerly: Jaachai) বাংলাদেশ ভিত্তিক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট। ফেব্রুয়ারি ২০১৭ তারিখে এটি বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলাদেশী ফ্যাক্ট-চেকিং (সত্যতা যাচাই) ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে।

‘যাচাই’ সম্পূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবমুক্ত, স্বতন্ত্র এবং স্বনির্ভর একটি উদ্যোগ। এটির উদ্দেশ্য অনলাইনে চলমান বিভিন্ন সংবাদ ও তথ্যের সত্যতা তুলে ধরা এবং সবাইকে দায়িত্বশীলতার সাথে তথ্য প্রচারে উদ্বুদ্ধ করা।

‘যাচাই’ সামাজিক দায়িত্ববোধ থেকে সৃষ্ট সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত একটি নিরপেক্ষ প্রচেষ্টা। ২০১২ সালে ‘সতর্ক থাকুন, দায়িত্বের সাথে শেয়ার করুন’ নামক একটি ফেসবুক পেইজের মাধ্যমে এই উদ্দ্যোগ যাত্রা শুরু করে। পরবর্তীতে ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ‘যাচাই’ বাংলাদেশের প্রথম সত্যতা যাচাইয়ে নিবেদিত ওয়েবসাইট (Fact-checking website) হিসেবে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে এটি বিভিন্ন গুজব ও মিথ্যা সংবাদ অনাবৃত করার মাধ্যমে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে।

‘যাচাই’ সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল।

[toc]

নাম পরিবর্তন

মার্চ ২০২০ তারিখ ‘যাচাই’ এর ইংরেজি বানান ‘Jaachai’ এর পরবর্তীতে ‘Jachai’ করা হয়। যার বর্তমান ঠিকানা jachai.org।

‘যাচাই’ সম্পর্কিত বিস্তারিত বিষয়াদি

সোশ্যাল মিডিয়া একাউন্ট

‘যাচাই’ এর সাথে সংযুক্ত থাকুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মাধ্যমে।

ফেসবুক কমিউনিটি গ্রুপ

অপতথ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনায় জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘যাচাই’ ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ পরিচালনা করে থাকে।

গ্রুপে যোগদান করুন এই ঠিকানায়: facebook.com/groups/jaachai

যোগাযোগ

আমাদের কার্যক্রম সম্পর্কে আপনার যে কোন প্রশ্ন জানাতে পারেন আমাদের ফেইসবুক পেইজের মাধ্যমে।

অথবা, আমদের ইমেইল করুন এই ঠিকানায়: [email protected]

বিভিন্ন মিডিয়ায় ‘যাচাই’কে উদ্ধৃতি