বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাক্ট-চেকিং সংস্থা, যাচাই, শিক্ষানবিশ ফ্যাক্ট-চেকার / কন্টেন্ট রাইটার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের খুঁজছে। আগ্রহী প্রার্থীকে অনুসন্ধানী, সাংবাদিকতার বিষয়াদিতে নিবেদিত, সূক্ষ্ম বর্ণনার প্রতি মনোযোগী এবং অবশ্যই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে লিখতে পারদর্শী হতে হবে।
পদের নাম | শিক্ষানবিশ ফ্যাক্ট-চেকার / শিক্ষানবিশ কন্টেন্ট রাইটার |
---|---|
পদের সংখ্যা | ৫ |
পদের ধরণ ও সময়কাল | খন্ডকালীন / ২ মাস |
কাজের স্থান | রিমোট / অনলাইন |
সাপ্তাহিক সময়ের প্রতিশ্রুতি | ২০ ঘণ্টা / তিনটি লেখা |
পারিশ্রমিক | অবৈতনিক |
শিক্ষানবিশ (ইন্টার্নশিপ) এই কার্যক্রমের মাধ্যমে প্রার্থীকে সাংবাদিকতার নৈতিক আদর্শ মেনে কীভাবে একজন নিরপেক্ষ ফ্যাক্ট-চেকার হিসেবে চিন্তা করতে হয়, কীভাবে একটি বিষয় নিয়ে অনুসন্ধানমূলক গবেষণা করতে হয় এবং কীভাবে সাধারণ মানুষের জন্য বোধগম্য করে একটি জটিল বিষয় সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা যায় সেটির ব্যাপারে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা হবে।
এটি একটি অবৈতনিক পদ। গুণগত মানসম্পন্ন ফ্যাক্টচেকার তৈরির উদ্দেশ্যে এই শিক্ষানবিশ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের প্রধান ও একমাত্র প্রণোদনা দেশের প্রথম সারির ফ্যাক্ট-চেকিং সংস্থায় কাজ করার মাধ্যম ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন এবং লব্ধ জ্ঞানের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ফ্যাক্ট-চেকার/সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করা।
এই পদের দায়িত্বসমূহ
- অনলাইনে প্রচারিত বিভিন্ন বানোয়াট খবর, ভুল তথ্য, অপতথ্য ও গুজব সনাক্তকরণ
- সাংবাদিকতার মানদণ্ডে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট পর্যবেক্ষণ
- নিয়মিত তথ্য যাচাইকরণ যোগ্য বিষয়াদি সনাক্তকরণ ও সেই বিষয়ে প্রবন্ধ প্রকাশ
- সম্পাদক ও অন্যান্য লেখকদের তথ্য অনুসন্ধান, গবেষণা ও সংগঠিত করতে সহায়তা করা
- লেখা প্রুফ রিডিং ও সম্পাদন করা
প্রার্থীর যোগ্যতা
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, বিশেষত তৃতীয় ও শেষ বর্ষের শিক্ষার্থী। অথবা শেষ বর্ষ সমাপ্তি করে সল্প মেয়াদী ইন্টারনশীপে আগ্রহী।
- সংবাদিকতা, গণমাধ্যম ও কমিউনিকেশন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সম্পর্কিত বিষয়াদিতে অধ্যয়নরত প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
- ইতিপূর্বে বর্ণনামূলক প্রবন্ধ, অনুসন্ধানী প্রবন্ধ, ফ্যাক্ট-চেকিং প্রবন্ধ, মিডিয়া সম্পর্কিত লেখার অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের যেসকল দক্ষতা ও বৈশিষ্ট্য থাকা আবশ্যক
- সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়াদি সম্পর্কে জানার ও বুঝার আগ্রহ
- সপ্তাহে ২০ ঘণ্টা সময়ের প্রতিশ্রুতি দেওয়ার মতো পারিপার্শ্বিক অবস্থা
- বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ও যুক্তি-তথ্য নির্ভর চিন্তা করার মানসিকতা
- সূক্ষ্ম বর্ণনার প্রতি মনোযোগ
- ক্রমাগত দক্ষতা উন্নয়ন করার ইচ্ছা ও শেখার মানসিকতা
- কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল লৈখিক উপস্থাপনের দক্ষতা
- লেখার ক্ষেত্রে দাঁড়ি, কমা, স্পেইস ও বানান বিষয়ক সুস্পষ্ট জ্ঞান
- তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট বিষয়ক প্রাথমিক জ্ঞান, নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ
- নিম্নের কম্পিউটার এপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা—
- গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল শিট, গুগল সার্চ ও জিমেইল
- গুগল মিট, গুগল ক্যালেন্ডার ও জুম
- ক্রোম ইন্টারনেট ব্রাউজার
- মাইক্রোসফট ওয়ার্ড
- ট্রেলো (অনাবশ্যক)
- অভ্র
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনলাইন ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আবেদনের পূর্বে প্রার্থীদের ‘যাচাই’ এর কার্যক্রম সম্বন্ধে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ ঘুরে দেখার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ১০, ২০২১