এই সংক্রান্ত কোন খবর বিবিসি, স্কাই নিউজ বা কোন দেশের পুলিশ দ্বারা প্রচারিত হয় নি। খাদ্য কিংবা পানীয়র মাধ্যমে এইচআইভি ভাইরাসের সংক্রামণ ঘটে না।
ক্যাডবেরি চকলেটে ‘এইচআইভি’ মেশানো হয়েছে?

অসত্য
এই সংক্রান্ত কোন খবর বিবিসি, স্কাই নিউজ বা কোন দেশের পুলিশ দ্বারা প্রচারিত হয় নি। খাদ্য কিংবা পানীয়র মাধ্যমে এইচআইভি ভাইরাসের সংক্রামণ ঘটে না।
ব্লু হোয়েল গেম খেলার ফলে কিশোরীর মৃত্যু ঘটেছে এমন তথ্য সম্পূর্ণ কল্পনাপ্রসূত। এই গেমের উপসর্গের সাথে মিল পাওয়া যায় এমন কোন শারীরিক ক্ষতের উপস্থিতি কিশোরীর শরীরে পাওয়া যায় নি।
দাবীটি সঠিক নয়। জুতাটির নিচে কোম্পানির নামের সাথে সামঞ্জস্য রেখে রেইভেন (দাঁড়কাক)-এর প্রতিকৃতি দেওয়া।
বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন। সরকার নিবন্ধিত সংগঠনটি সুবিধাবঞ্চিত শ্রেণীর ছেলেমেয়েদের শিক্ষা সংক্রান্ত সহায়তা প্রদান করে থাকে।
কোকাকোলার লোগো উল্টো করলে ‘লা মোহাম্মদ, লা মক্কা’ হয় এই দাবীটি নিতান্তই গুজব।
“ইসরাইল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করুন”-এই স্লোগান থেকে পেপসির নামকরণ হওয়ার কথা ভিত্তিহীন।
এমন ঘটনা সংক্রান্ত কোন সংবাদ এনডিটিভি কিংবা অন্য কোন বিশ্বত সূত্রে প্রকাশিত হয় নি।