২০২৪ সালের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে গত জুলাই মাস থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমে বর্তমান সরকারের অবদানগুলোকে জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের এসএমএস চ্যানেল GovtInfo এর মাধ্যমে পাঠানো হচ্ছে তথ্য ও উপাত্তসমৃদ্ধ ‘শেখ হাসিনা সরকারের সাফল্য’ শীর্ষক ম্যাসেজ। আমরা এখানে সেসব উপাত্তের সত্যতা যাচাই করছি।
GovtInfo: “শেখ হাসিনা সরকারের সাফল্য”
