সংবাদটিতে উল্লেখিত দরজা ভাঙ্গার ঘটনাটি সত্য না। এছাড়াও সম্পূর্ণ সংবাদে রিপোর্টারের উড়োজাহাজের কার্যপদ্ধতি সম্বন্ধে অজ্ঞতা সুস্পষ্ট এবং অনেক তথ্য কল্পনাপ্রসূত।
ভেঙ্গে পড়েছে আকাশবীণার দরজা?

অসত্য
সংবাদটিতে উল্লেখিত দরজা ভাঙ্গার ঘটনাটি সত্য না। এছাড়াও সম্পূর্ণ সংবাদে রিপোর্টারের উড়োজাহাজের কার্যপদ্ধতি সম্বন্ধে অজ্ঞতা সুস্পষ্ট এবং অনেক তথ্য কল্পনাপ্রসূত।
আইআরআই কর্তৃক এমন একটি জরিপ প্রকাশের সত্যতা পাওয়া গিয়েছে, তবে বাসস কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সঠিক নয়।
এমন কোন সিদ্ধান্ত গ্রহণের খবর তুরস্কের সরকার থেকে দেওয়া হয়নি। এমন একটি অভিভাবন ‘ইয়েনি সাফাক’ নামক তুর্কি পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশ করা হয় মাত্র।
পিপলস অ্যান্ড পলিটিক্স নামক প্রতিষ্ঠানটি কাল্পনিক। এমন কোন গবেষণার সংবাদ নির্ভরযোগ্য কোন মাধ্যমে পাওয়া যায় না।
বাংলা ইনসাইডার নামক একটি বেনামী নিউজ পোর্টাল এই বানোয়াট রিপোর্টটি করলে সেটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।
বাংলা ইনসাইডার নামক নিউজ পোর্টালে এমন দাবী সংবলিত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট।