এমন কোন সিদ্ধান্ত গ্রহণের খবর তুরস্কের সরকার থেকে দেওয়া হয়নি। এমন একটি অভিভাবন ‘ইয়েনি সাফাক’ নামক তুর্কি পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশ করা হয় মাত্র।
৫৭টি মুসলিম দেশকে নিয়ে ‘ইসলামি সেনাবাহিনী’ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এরদোগান?

অসত্য
এমন কোন সিদ্ধান্ত গ্রহণের খবর তুরস্কের সরকার থেকে দেওয়া হয়নি। এমন একটি অভিভাবন ‘ইয়েনি সাফাক’ নামক তুর্কি পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশ করা হয় মাত্র।
তাই এই জরিপ আন্তর্জাতিক গণমত তো দূরের কথা, জাতীয় গণমতকেও প্রতিনিধিত্ব করে না। এই জরিপ ও জরিপ পদ্ধতির দুর্বলতা ব্যবহার করে, সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে মাত্র।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের ‘তথাকথিত’ অপেক্ষা করার ছবিটি মূলত আসামের মুখ্যমন্ত্রী ও গভর্নরের সাথে একই স্থানে পৃথক দুটি সাক্ষাতের মধ্যবর্তী সময়ে তোলা। ছবিগুলো অনুক্রম বদলীয়ে, উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যাসহ প্রচার করা হয়।
২০১২ সালের অক্টোবরে তিনি গ্লাসগো ক্যালেডনিয়ান ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে অভিষিক্ত হোন।