আইআরআই কর্তৃক এমন একটি জরিপ প্রকাশের সত্যতা পাওয়া গিয়েছে, তবে বাসস কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সঠিক নয়।
আইআরআই জরিপে ২০১৮ সালে কি শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে ‘বৃদ্ধি’ পেয়েছে?

অসত্য
আইআরআই কর্তৃক এমন একটি জরিপ প্রকাশের সত্যতা পাওয়া গিয়েছে, তবে বাসস কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সঠিক নয়।
এমন কোন সিদ্ধান্ত গ্রহণের খবর তুরস্কের সরকার থেকে দেওয়া হয়নি। এমন একটি অভিভাবন ‘ইয়েনি সাফাক’ নামক তুর্কি পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশ করা হয় মাত্র।
দ্য স্টাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামক কথিত গবেষণা প্রতিষ্ঠানটি একটি অস্তিত্বহীন কাল্পনিক সংস্থা। এমন কোন গবেষণা বা জরিপের প্রমাণ কোথাও পাওয়া যায়নি।
লংগদুতে অগ্নিসংযোগের ঘটনা সত্য হলেও ছবিগুলো এই ঘটনা সংশ্লিষ্ট নয়।