সংবাদটিতে উল্লেখিত দরজা ভাঙ্গার ঘটনাটি সত্য না। এছাড়াও সম্পূর্ণ সংবাদে রিপোর্টারের উড়োজাহাজের কার্যপদ্ধতি সম্বন্ধে অজ্ঞতা সুস্পষ্ট এবং অনেক তথ্য কল্পনাপ্রসূত।
ভেঙ্গে পড়েছে আকাশবীণার দরজা?

অসত্য
সংবাদটিতে উল্লেখিত দরজা ভাঙ্গার ঘটনাটি সত্য না। এছাড়াও সম্পূর্ণ সংবাদে রিপোর্টারের উড়োজাহাজের কার্যপদ্ধতি সম্বন্ধে অজ্ঞতা সুস্পষ্ট এবং অনেক তথ্য কল্পনাপ্রসূত।
এমন কোন সিদ্ধান্ত গ্রহণের খবর তুরস্কের সরকার থেকে দেওয়া হয়নি। এমন একটি অভিভাবন ‘ইয়েনি সাফাক’ নামক তুর্কি পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশ করা হয় মাত্র।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের ‘তথাকথিত’ অপেক্ষা করার ছবিটি মূলত আসামের মুখ্যমন্ত্রী ও গভর্নরের সাথে একই স্থানে পৃথক দুটি সাক্ষাতের মধ্যবর্তী সময়ে তোলা। ছবিগুলো অনুক্রম বদলীয়ে, উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যাসহ প্রচার করা হয়।
বাংলা ইনসাইডার নামক নিউজ পোর্টালে এমন দাবী সংবলিত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট।