অনুসন্ধান

প্রথম প্রকাশ:

বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন মুসলিম দেশে এই পাথরটিকে ‘ভাসমান অলৌকিক পাথর’ বলে প্রচার করা হয়। কিছু মাধ্যমে বলা হয়, “১৪০০ বছর আগে ইসলাম ধর্মের প্রবর্তক তার নিজ হাতে এই দুইটি পাথরকে বেঁধে রেখে গিয়েছেন। পাথর দুইটি সেই সময় থেকে আজ অবধি শূন্যে ভাসছে”।

এই পাথর দুইটি মূলত মিশরের কায়রো এয়ারপোর্টের সামনে স্থাপিত একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি তৈরি করেন ‘স্মাবান আব্বাস’ নামক একজন মিশরীয় শিল্পী যা কায়রো বিমানবন্দরের টার্মিনাল ৩ এর সামনে ২০০৮ সালে স্থাপন করা হয়। ভাস্কর্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় উপরের পাথরটি শূন্যে ভাসমান যা নিচের পাথরটির সাথে একটি রশি দ্বারা বাঁধা।

পাদটীকা

তথ্যসূত্র

  1. "25 Incredible Sculptures That Defy Gravity". Digital Synopsis. (মে ১, ২০১৬).
  2. "The Most Incredible Sculptures and Statues in the World". Strange Magic. (অক্টোবর ১৮, ২০১৬).
  3. O'Kane. "trompe l'oeil sculpture by Sha'ban Abbas, 2008, at Terminal 3, Cairo Airport, Egypt". Alamy Stock Photo. (জুলাই ২৭, ২০০৯).

মন্তব্য