জনৈক মইনুল ইসলাম নামক একজন ফেইসবুক ইউজার ছবিগুলো ফেইসবুকে প্রকাশ করে এবং ছবিগুলোর বিবরণে উল্লেখ করে যে এগুলো ভারতে ‘হজ্জ যাত্রীদের’ উপর নির্যাতনের ছবি। আগস্ট ৯ তারিখে পোস্টটি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে ৪৮ হাজারের অধিক বার। ছবিগুলো হজযাত্রীদের উপর নির্যাতন সংক্রান্ত নয়।
ছবিগুলো ভারতের বিহার প্রদেশের পাটনা শহরে ‘ওয়াকফকৃত’ সম্পত্তি সংক্রান্ত বিভেদে শিয়া মুসলিম ও পুলিশের মাঝে সংগঠিত সহিংস ঘটনার।
বিহার সরকার ওয়াকফকৃত সম্পত্তির সুব্যবস্থাপনার উদ্দেশে ২০১১ সালে ‘বিহার স্ট্যাট শিয়া ওয়াকফ বোর্ড’ গঠন করে। দীর্ঘদিন ধরে বোর্ডটি স্থানীয় শিয়া ইমাম সাইয়েদ মোহাম্মাদ কাজিম শাবিব ও তার অনুসারীদের দ্বারা সমালোচিত হয়ে আসছে। তাদের দাবী অনুসারে এই বোর্ডটি নানান আর্থিক দুর্নীতিতে লিপ্ত এবং বোর্ডের কর্মকর্তারা ও কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ বোর্ডের অর্থ-সম্পদ আত্মসাৎ করে চলছে।[1][2]
জুলাই ২১ তারিখে কাজিম শাবিবের পূর্ব ঘোষণা অনুযায়ী, তার অনুসারীরা মুজাফফরপুরে ‘তাকি খান ওয়াকফ বোর্ডের’ বিভিন্ন ‘বেদখল’ সম্পত্তি তালা লাগানোর চেষ্টা করলে পুলিশ তাদের উপর আক্রমণ করে। এই ঘটনায় দুইজন পুলিশ ও কাজিম শাবিবসহ অনেকেই আহত হয়। এছাড়াও কাজিম শাবিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাসহ প্রায় ১৪টি মামলা দায় করা হয়।[3][4]