চট্টগ্রামে অজগর সাপের চামড়া ছাড়ানোর সময় দুজনকে আটক করা হয়। আটক দুইজনকে বিপন্ন প্রাণী হত্যার দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০০৪ এর ৫ ও ১১ ধারা অনুসারে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনাটি ঘটে আগস্ট ১০ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াজুদ্দিন বাজারের নূপুর মার্কেট এলাকায়। দণ্ডিত ব্যক্তিদ্বয় স্থানীয় পাখির দোকানের কর্মী বলে জানা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানটির পিছনে একটি অজগর সাপের চামড়া প্রায় অর্ধেক ছড়ানো অবস্থায় দোষীদের পায়। এছাড়াও সেখান থেকে অপর আরেকটি মৃত অজগর সাপ উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বিকালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় মাঝারি আকারের একটি অজগরকে অপরাধী দুজন পিটিয়ে মারে।’ তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বলেছে, ওই সাপের চামড়া তারা পশুর চামড়া এবং হাড়গোড় দিয়ে তাবিজ ও ওষুধ তৈরি করে এমন একটি দোকানে বিক্রি করতে চেয়েছিল।’
তবে স্থানীয়দের কেউ কেউ মৃত অজগরের মাংস খাবার হোটেলে বিক্রি করা হতো এমন দাবি তুলে। যেটির সত্যতা পাওয়া যায় নি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অনেকে খাবার হোটেলে বিক্রয় করার সাপের মাংস উদ্ধার হওয়ার যে খবরটি প্রচার করছে সেটি সম্পূর্ণ বানোয়াট।