রোহিঙ্গা প্রসঙ্গে একাধিকবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ‘গুজব’ পেইজ থেকে তুরস্কের সামরিক আক্রমণের বিভিন্ন রকম দাবী উঠে এসেছে। সেটিরই ধারাবাহিকতায় Dr. Jobaida Rahman নামক একটি ফেইসবুক পেইজ থেকে তুরস্ক থেকে ৭টি নৌবহর আসার খবরটি ভাইরাল হয়। এমন কোন খবরের প্রমাণ প্রতিষ্ঠিত কোন সংবাদ মাধ্যমে পাওয়া যায় নি। ব্যবহৃত নৌবহরটির ছবিটি ২০০৬ সালে NATO Response Force (NRF)-প্রশিক্ষণের সময় তোলা।
Dr. Jobaida Rahman নামক পেইজটি মূলত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ (বিএনপি)-কে ট্রল করে পরিচালিত একটি পেইজ, যেখানে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমানের নাম ব্যবহার করা হচ্ছে, বিভিন্নভাবে দলটিকে নিয়ে মজা করার উদ্দেশে। পেইজটির ফলোয়ার সংখ্যা প্রায় ৪৩ হাজার এবং অনেকেই এটিকে বিএনপি পন্থী পেইজ হিসেবে বিশ্বাস করলেও পেইজটির পোস্ট থেকে এটি স্পষ্ট যে এটি ব্যঙ্গরসাত্মকভাবে পরিচালিত করা হচ্ছে।