অনুসন্ধান

প্রথম প্রকাশ:

সেপ্টেম্বর ২০ তারিখে ‘লা লিগা’-এর একটি ম্যাচে রিয়াল বেটিস এর মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়েল মাদ্রিদ ০-১ গোলে পরাজিত হয়। এই ম্যাচকে কেন্দ্র করে অনলাইনে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় ম্যাচটির ৭১ মিনিটে মাঠে রিয়াল মাদ্রিদের মোট খেলোয়াড়ের সংখ্যা ছিলো (গোল কিপার সহ) ১২ জন। এটি প্রমাণ করতে ইউটিউবেও প্রকাশ করা হয় একাধিক ভিডিও ফুটেজ।

কর্তৃপক্ষ মাঠে উপস্থিত খেলোয়াড়ের সংখ্যার হিসাব ঠিক মত রাখতে পারেনি দেখে এমন ভুল হয়েছে- এমন দাবী করা হলেও দাবীটি ভুল।

ইনজুরির কারণে খেলায় ৭১ মিনিটে রিয়েল মাদ্রিদের Borja Mayoral (21), Marcelo Vieira (12)-এর বদলে মাঠে নামে।[1] খেলোয়াড় বদলের সময়কার একটি ফুটেজ ব্যবহার করে এই দাবীটি প্রমাণের চেষ্টা করা হয়। প্রকাশের পর, ব্যঙ্গরসাত্মকভাবে তৈরি করা এসব ভিডিওগুলোকে অনেকেই সত্য বলে বিশ্বাস করে।

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা