অনুসন্ধান

প্রথম প্রকাশ:

ভারত ভিত্তিক ‘Junta Ka Reporter’ নামক ব্যঙ্গধর্মী (Satire) অনলাইন পত্রিকা জুলাই ৪, ২০১৬ তারিখে “ইউনেস্কো কর্তৃক ইসলামকে সবচেয়ে শন্তিপূর্ন ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে” – শীর্ষক একটি ব্যঙ্গাত্বক রিপোর্ট প্রকাশ করলে অনেকে তা সত্য ভেবে প্রচার করা শুরু করে। এই রিপোর্টটি প্রায় সাড়ে তিন হাজারের উপর শেয়ার হয় পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে এবং এটির উপর ভিত্তি করে প্রচারিত হয় অসংখ্য আরও খবর।

ইউনেস্কো জুলাই ১১, ২০১৬ তারিখে একটি বিজ্ঞপ্তিতে এমন কোন ঘোষণার কথা অস্বীকার করেছে।

‘Junta Ka Reporter’ তাদের ওয়েবসাইটের Disclaimer পৃষ্ঠায় উল্লেখ করে:

“Everything published here is made up. But if you are still that stupid and hurt, we are sorry.”


বাংলা: “…এটি একটি ব্যঙ্গধর্মী (Satire) ওয়েবসাইট। এখানে প্রকাশিত সবকিছু বানানো।”

দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা যেমন দৈনিক কালের কন্ঠদৈনিক প্রথম আলো (ইংরেজি) সত্যতা যাচাই না করে রিপোর্টটি প্রকাশ করে, যা তারা পরবর্তীতে সরিয়ে নেয়। জানা মতে, এরা কেউই তাদের ভুল জ্ঞাপন করে ক্ষমা চায়নি।

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

তথ্যসূত্র

  1. UNESCO Media Services. "UNESCO denounces fake statement". (জুলাই ১১, ২০১৬).
  2. Junta Ka Reporter (Satire Magazine). "UNESCO declares Islam as the most peaceful religion of the world". (জুলাই ৪, ২০১৬).

মন্তব্য

দাবীটি প্রচারণার সময়কাল

প্রচারিত মাধ্যম

কোন মিডিয়া অন্তর্ভুক্ত করা হয় নি? রিপোর্ট করুন