দাবী: ছবিটি ধানমন্ডির জিগাতলায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রের ছবি বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: ছবিটি জুলাই ৩১ তারিখে কুমিল্লার চান্দিনার মহিচাইলে ট্রাক চাপায় এক মৃত স্কুল ছাত্রের। নিহত সিহাব মৃধা মাধাইয়া ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো। উল্লেখ্য, চান্দিনায় ঠিক একই দিনে এক স্কুল ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
দাবী: ছবিটি ধানমন্ডির জিগাতলায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রীর ছবি বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: ছবিটি শনিবার গাজীপুর বড়বাড়ির রোড এক্সিডেন্ট এ নিহত মেডিকেল ছাত্রী ফাতেমা আক্তার মীমের। তার মৃত দেহের একাধিক ছবিটি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ করে প্রত্যক্ষদর্শীরা।
দাবী: ছবিটি ধানমন্ডির জিগাতলায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রীর ছবি বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: প্রকৃতপক্ষে ছবিটি জানুয়ারি ৪ তারিখে ভারতের জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে পাওয়া একজন মহিলার মৃত লাশের ছবি। লিংক কমেন্টে।
দাবী: ছবিটি বাংলাদেশে ধর্ষিত স্কুলগামী বালিকার বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: প্রকৃতপক্ষে ছবিটি মরক্কোর তারগিস্ত অঞ্চলে গৃহ নির্যাতনের শিকার এক মহিলার। সূত্র মতে, মহিলাটিকে নির্যাতনের পর হত্যা করে তার স্বামী।
দাবী: ছবিটি শনিবার ধানমন্ডিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলার ছবি।

সঠিক তথ্য: ছেলেটির নাম ফারদিন ফাহিম। সে ধানমন্ডির আইডিয়াল কলেজের একজন ছাত্র। তার বাসা মিরপুর। সন্ত্রাসী হামলায় ছেলেটি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ছেলেটি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। গতকাল রাতে ছেলেটি একটি ভিডিও বার্তার মাধ্যমে তার শারীরিক অবস্থার ব্যাপারে সবাইকে অবগত করে। ফেসবুকে তার এই ছবি ব্যবহার করে তাকে মৃত বলে গুজব ছড়ানো হয়।
দাবী: ছবিটি আগস্ট ৪ তারিখে ধানমন্ডিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলার ছবি বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: ছবিটি জুন ১৯ তারিখে সৈয়দপুরের এক সড়ক দূর্ঘটনার। পিকাপ ভ্যান ও বাসের সংঘর্ষে এই দূর্ঘটনায় ৯ জন নিহত হয়। এই ছবিটি একাধিক অনলাইনে নিউজ পোর্টালে জুন মাসের সংবাদে পাওয়া যায়।
দাবী: ছবিটি বাংলাদেশে ধর্ষিত স্কুলগামী বালিকার বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: ছবিতে দৃশ্যমান কিশোরীর মৃতদেহ এই বছর জুলাই মাসে কলকাতার সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয়। ছবিটি ভারতীয় একটি নিউজ পোর্টালে জুলাই ১৪ তারিখে প্রকাশিত একটি সংবাদে পাওয়া যায়।
দাবী: ছবিটি শনিবার ধানমন্ডিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ছাত্রীর বলে প্রচার করা হচ্ছে।

সঠিক তথ্য: প্রকৃতপক্ষে ছবিটি জুলাই ৩০ তারিখে রমিজ উদ্দিন কলেজের সামনের দুর্ঘটনায় আহত প্রিয়াঙ্কার। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনরূপ সহায়তা না পাওয়ার পর, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, তার বোন তার ছবি সহ পোস্টটি ফেসবুকে ৪ আগস্ট শেয়ার করে। পরবর্তীতে এই ছবিটি ব্যবহার করে গুজব প্রচার করা হয়।
দাবী: ছবিটি ধানমন্ডিতে সংগঠিত সন্ত্রাসী হামলায় “নিহত ছাত্রীদের” লেক থেকে উদ্ধারকৃত লাশ বলে প্রচার করা হয়েছে।

সঠিক তথ্য: ছবিটি আগস্ট ৮, ২০১৭ তারিখে ময়মনসিংহ মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন ছাত্রীসহ দুই জন পুরুষ নিহত হওয়ার ঘটনার। ছবিগুলো নিহত ছাত্রীদের বান্ধবীর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে গুজবে ব্যবহৃত হয়।
দাবী: ছবিটি ধানমন্ডিতে সংগঠিত সন্ত্রাসী হামলায় “নিহত ছাত্রীর” লেক থেকে উদ্ধারকৃত লাশ বলে প্রচার করা হয়েছে।

সঠিক তথ্য: ফেসবুকে এই ছবিটির সর্বপ্রথম অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এপ্রিল ২৪, ২০১৫ তারিখে। মাহমুদ হাসান কচি নামক এক সাংবাদিক, “চাদপুর মোহনপুর এলাকায় মেঘনা নদীর পাশে লাশ পাওয়া গেছে”-এই বিবরণে ছবিটি তার ফেসবুকে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। তার শেয়ারের পর, নিজ পোস্ট থেকে ছবি মুছে গেলেও একাধিক প্রোফাইল ও পেইজ থেকে এই ছবি প্রচার করা হয় এবং এখনও এই ছবি একই ক্যাপশনে ফেসবুকে বিভিন্ন সময় প্রচারিত হয়ে থাকে।
দাবী: ছবিটি ধানমন্ডিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলার ছবি বলে প্রচার করা হয়েছে।

সঠিক তথ্য: প্রকৃতপক্ষে ছবিটি জুলাই ২০১২ তারিখের। বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যুর খবরে বেসরকারি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা রাস্তায় নেমে বেশ কয়েকটি গাড়ি ভাঙ্চুর করে। গাড়ি ভাঙ্চুরকালে আহত হয় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী। সেই দূর্ঘটনায় আহত ছাত্রী আমাদের সাথে যোগাযোগ করে তথ্য প্রদান করে। অনুসন্ধানের পর কিছু ফেসবুক পেইজে সেই সমইয়ের পোস্টে এই ছবিটি পাওয়া যায়।
দাবী: ছবিটি ধানমন্ডিতে সংগঠিত সন্ত্রাসী হামলায় “নির্যাতিত ছাত্রীদের” ছবি বলে প্রচার করা হয়েছে।

সঠিক তথ্য: মার্চ ২৭, ২০১৮ তারিখে মেহেরপুরের হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ ছাত্রী গণ-হিস্টোরিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রকৃতপক্ষে, ছবিতে হাসপাতালে ভর্তি ছাত্রীদের একাংশ দেখা যাচ্ছে। মূল ছবিটিতে ছাত্রীরা নীল রঙের ইউনিফর্ম পড়া থাকলেও গুজব প্রচারের সময় ছবিটি এডিট করে সাদা রঙের ইউনিফর্ম বানানো হয়।