অনুসন্ধান

প্রথম প্রকাশ:

ছবিতে “ব্রাউন”-নামের মহিলাটির আসল নাম পলিন শুমেকার। তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন “FullBright Scholarship”-এ  ২০১৪ সালে। বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-তে বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের নিয়ে বিশেষ পর্বে অভিনয়ও করেছেন। সেই পর্বের শ্যুটিং-এর সময় তিনি ছবির রিকশা চালকসহ বাংলাদেশের আরও বেশ কিছু মানুষের সাথে ছবি তুলেন এবং তা তার ব্যক্তিগত ব্লগে প্রকাশ করেন।

ভাইরাল ছবিটি তার ব্লগে প্রকাশিত ছবিগুলোর একটি। ছবিটি সেপ্টেম্বর ১০, ২০১৫ তারিখে US Embassy, Bangladesh তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করে। পরবর্তীতে ছবিটির সাথে উপরোক্ত ভাইরাল “প্রেম কাহিনীটি” জুড়ে দেওয়া হয়।

https://www.facebook.com/bangladesh.usembassy/posts/10153319885274807

বাংলাদেশ২৪অনলাইন-নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে এই বানোয়াট সংবাদটি সবেচেয়ে বেশী ভাইরাল হয়। তাদের ওয়েবসাইটে প্রকাশের পর এই খবর ভাইরাল হওয়ায়, অন্য মাধ্যমগুলোও এই গল্প রিপোর্ট বা ভিডিও আকারে প্রকাশ করে।

কে বা কারা এই ছবিটি প্রথম ব্যবহার করে এই বানোয়াট গল্পটি প্রচার করে তা বের করা সম্ভব হয়নি।

সর্বশেষে আপডেট

  • ডিসেম্বর ২০, ২০১৫: বাংলাদেশ২৪অনলাইন খবরটি মুছে ফেলে এবং ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে।
সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

মন্তব্য

প্রচারিত মাধ্যম

  • "সততায় মুগ্ধ মার্কিন যুবতি, বিয়ে করলেন বাঙালি রিক্সা চালককে" - বাংলাদেশ২৪অনলাইন (ডিসেম্বর ১৭, ২০১৫ - খবরটি মুছে ফেলা হয়)
  • "সিলেটের রিক্সা চালক মকলেচের প্রেমে পড়েছে এক আমেরিকার যুবতি" - রেডিও ধামাকা (ডিসেম্বর ১৩, ২০১৫)

কোন মিডিয়া অন্তর্ভুক্ত করা হয় নি? রিপোর্ট করুন