অনুসন্ধান

প্রথম প্রকাশ:

ফ্রান্সে অনুষ্ঠিত হয় ইউরো কাপ ২০১৬। এই টুর্নামেন্টের ভেন্যু প্যারিসে দেশটির অন্যতম টেলিকম কোম্পানি “অরেঞ্জ” একটি সোশ্যাল মিডিয়া কন্টেস্ট আয়োজন করে। এই কন্টেস্টে, টুর্নামেন্ট চলাকালীন দিনগুলোতে একটি নির্দিষ্ট সময় যে দেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় বেশী এক্টিভিটি প্রদর্শন করে, তাদের দলের সমর্থনে, সেদিন ঐ দেশটির পতাকার রঙে রঞ্জিত করা হয় আইফেল টাওয়ার।

বাম পাশের ছবিটি জুন ১৫, ২০১৬ তারিখে ফ্রান্স ও জুন ৩০, ২০১৬ তারিখে (বাংলাদেশ নয়) পর্তুগালের সমর্থকদের সম্মানার্থে আলোকিত আইফেল টাওয়ারের।

 

সর্বশেষে আপডেট

কয়েক হাজার শেয়ারের পর Thug Life Bangladesh পেইজটি পোস্টটি মুছে ফেলে এবং লিখে

sorry, i was bored

রাহুল খান নামক একজন ফেইসবুক ইউজার তার প্রোফাইল থেকে ছবিটি রি-আপ্লোড করলে গুজবটি আরও ভাইরাল হয়।

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

তথ্যসূত্র

মন্তব্য

প্রচারিত মাধ্যম

কোন মিডিয়া অন্তর্ভুক্ত করা হয় নি? রিপোর্ট করুন