"ছবির এই বিরল প্রজাতির প্রজাপতিটি বিষধর। ১৫০ জন মারা গিয়েছে কুষ্টিয়ায়।"
দাবীটি অসত্য
প্রথম প্রকাশ:
কমলগঞ্জে ধরা পড়ে এই বিরল প্রজাতির বর্ণিল প্রজাপতি এটলাস মথ। প্রজাপতিটির ডানার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ইঞ্চির মতো। এটি বিষধর এমন কোন তথ্য কোথাও পাওয়া যায় নি। এছাড়াও এটির আক্রমণে ১৫০ জন মারা যাওয়ার ঘটনার কোন সত্যতা পাওয়া যায় নি।
এই প্রজাতির একটি প্রজাপতি ২০১২ সালে ছাতকের কুচবাড়ি এলাকায় এবং অপর আরেকটি ২০১৫ সালে মৌলভীবাজারের কমলগঞ্জে পাওয়া যায়।