অনুসন্ধান

প্রথম প্রকাশ:

২০১৩ সালে ছবিটি Cheetah Kill শীর্ষক একটি ফটোসিরিজে ‘আলিসন বাটেগিয়েগ’ নামক ফিনল্যান্ডের একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নিজের ব্যক্তিগত ব্লগে প্রকাশ করে। ছবির বিবরণে বলা হয়েছে, চিতাগুলোর মা তার শাবকদের হরিণ শিকার করার জন্য ধৃত হরিণটিকে শাবকদের জন্য ছেড়ে দেয়। কিন্তু শাবকদ্বয় হরিণটিকে হত্যা না করে উল্টো হরিণটির সাথে খেলা শুরু করে। পরবর্তীতে মা চিতা হরিণটিকে হত্যা করে শাবকদের জন্য।

ভুয়া হৃদয় বিদারক যে গল্প ছবিটির সাথে জুড়ে প্রচার করা হচ্ছে তা সত্য নয়। ছবিটি তোলার পর চিত্রগ্রাহক বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার দাবীটিও আলিসন তার ফেইসবুক প্রোফাইলে অস্বীকার করে।

https://www.facebook.com/gepardi/posts/10212438595579196

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

তথ্যসূত্র

  1. Alison Buttigieg. "Cheetah Kill". (August 2013)

মন্তব্য