অনুসন্ধান

প্রথম প্রকাশ:

গুজবের উৎপত্তি

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ধারাবাহিকতায়, বিগত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে আনা হয়। এর ফলে তালেবান শাসনের অবসানের প্রায় দুই দশক পর, আফগানিস্তান সরকার নিয়ন্ত্রণ হারিয়ে, দেশটিকে পুনরায় তালেবান শাসনের অধীনে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। এই বছর আগস্ট মাসে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ২৬টির নিয়ন্ত্রণ তালেবানদের অধীনে চলে যায়।

আগস্টের ১৫ তারিখ তালেবানরা অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর, দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করে। সেদিন তালেবানরা কাবুলের প্রেসিডেন্ট প্যালেসের দখল নেয়। ঠিক এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায় রাইফেল হাতে কিছু লোক, একটি সুরের তালে নৃত্য করছে। ভিডিওর বিবরণে দাবী করা হয় এটি আফগানিস্তান দখলের পর তালেবানদের উল্লাস নৃত্য।

ভারতের টেলিভিশন চ্যানেল TV9 Bharatvarsh তালেবান ‘বিজয়ের’ উপর রিপোর্টে এই ভিডিও সংযুক্ত করে ভিডিওটি প্রচার করলে ভিডিওটি আরও প্রসার পায়।

এই নাচের ভিডিওটি অন্তত ৩টি গানের সংস্করণে পাওয়া যায়। ১) Sorosh Moheb নামক একজন আফগানী সঙ্গীত শিল্পীর Afshari Remix নামক একটি সুরের সাথে ২) ভারতের Phantom সিনেমার ‘আফগান জালেবি’ নামক একটি গানের সাথে ৩) কানাডীয়ান সঙ্গীত শিল্পী ড্রেইক এর ‘ইন মাই ফিলিংস’ গানের সাথে।

সত্যতা যাচাই

খোঁজ করে এই ভিডিওর প্রায় ৫ মাস পূর্বের অস্তিত্ব পাওয়া যায় একটি ইউটিউব চ্যানেলে। DJ Bannu DJ নামক একটি ইউটিউব চ্যানেলে এই নাচের ভিডিওটি ‘Bannu Dj 2021’ শিরোনামে আপলোড করা হয় মার্চ ২০, ২০২১ তারিখে। এই ভিডিওটির সবচেয়ে ভালো কোয়ালিটিও পাওয়া যায় এই ভিডিওটিতে।

অর্থাৎ, তালেবানদের আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনেক আগেই এই ভিডিওটি প্রকাশিত হয়, তাই এটি তালেবানদের বিজয় সংক্রান্ত কোনো ভিডিও বলা যায় না

ভিডিওর মূল উৎস অনুসন্ধান

মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে একাধিক চ্যানেলে নাচের ভিডিওটি আপলোড করা হয়।

DJ Bannu DJ চ্যানেলে এই ভিডিওটি পুনরায় আপলোড করা হয় এপ্রিল মাসে, Afshari Remix নামক গানের সুর সংযুক্ত করে। এই নতুন ভিডিওর বিবরণে লেখা হয় “Wahab Pukhtoon Dance Group”।

ভারত ভিত্তিক ফ্যাক্ট-চেকিং সংস্থা অল্ট নিউজ তাদের অনুসন্ধানে Wahab Pukhtoon দিয়ে ফেসবুকে খোঁজ করলে ‘ওয়াহাব পখতুন’ নামে একজন ফেসবুক ইউজারের খোঁজ পায়, যার সাথে এই ভিডিওর নীল পোশাকধারী ও সাদা পাগড়ি পরিহিত ব্যক্তির মিল পাওয়া যায়।

অল্ট নিউজ তার সাথে যোগাযোগ করলে ওয়াহাব নিশ্চিত করে যে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিটি সে নিজে। ভিডিওটি তার ফোনে মার্চ ১৮, ২০২১ তারিখে ধারণ করা হয়, তার জনৈক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে। বিয়েটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু জেলায় অনুষ্ঠিত হয়।

Taliban Dance Video
ভারত ভিত্তিক অপর ফ্যাক্ট চেকিং সংস্থা ‘ফ্যাক্ট ক্রিসেন্ডো’-কে ওয়াহাব সেই অনুষ্ঠানের একটি ছবি দেয়।

এছাড়াও তার প্রোফাইলের একাধিক ভিডিওতে তাকে সেই সাদা পাগড়ীটি পরিহিত অবস্থায় দেখা যায়।

জানুয়ারি মাসেও DJ Bannu DJ ইউটিউব চ্যানেলেও তার একটি ভিডিও আপলোড করা হয়—

ওয়াহাবের ফেসবুক প্রোফাইলে পূর্বের আরও একাধিক ভিডিও পাওয়া যায় যেখানে তিনি সহ আরও অনেকে আলোচ্য ভিডিওর ন্যায় অস্ত্রসজ্জিত অবস্থায় নৃত্য পরিবেশন করছেন।

এছাড়াও ইউটিউবে DJ Bannu লিখে সার্চ করলে এরূপ নৃত্যের আরও অনেক ভিডিও পাওয়া যায়।

পাদটীকা

মন্তব্য