অনুসন্ধান

প্রথম প্রকাশ:

কেয়লেব ডেভিস ব্র্যাডহ্যাম ১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রে চিনি, পানি, ক্যারামেল, লেমন অয়েল, নাটমেগ আর অন্যান্য ন্যাচারাল অ্যাডিটিভ মিশিয়ে তৈরি করেন এক ধরণের পানীয়। তিনি নিজের নামানুসারে এর নাম দেন ‘ব্র্যাড’স ড্রিংক’। ৫ বছর পর ১৮৯৮ সালের ২৮শে আগস্ট তিনি পানীয়টির নাম পরিবর্তন করে রাখেন পেপসি-কোলা।[1]

নামকরণে পেপসির ব্যাখ্যা

আমাদের পাকস্থলীতে হজমের জন্য ‘পেপসিন’ নামক এক প্রকার এনজাইম নিঃসৃত হয়।[2] ব্র্যাডহ্যাম এর মতে এই পানীয়টি মানুষের হজমের জন্য খুবই সহায়ক। পেপসিনের মত কাজ করার সুবাদে ও পানীয়টিতে আফ্রিকান কোলা নাটের নির্যাস ব্যবহারের দরুন এর নামকরণ করা হয় ‘পেপসি-কোলা’।[3]

ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ১৯৪৮ সালে

পেপসি-কোলার নামকরণ করা হয় ১৮৯৮ সালে কিন্তু ইসরাইল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৪ মে তারিখে। তাছাড়া জায়নবাদী (Zionist) প্রতিষ্ঠানগুলো ইহুদিদের জন্য নিজস্ব রাষ্ট্রের ‘ধারনা’ শুরু করে ১৯শ শতকের শুরুর দিকে।[4] তাই এটিকে ‘Pay Every Penny to Create Israel’ (PEPCI) বললেও কিছুটা যুক্তিসম্মত বলে দাবী করা যেতে পারে। কারণ কিছু প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই তা বাঁচানোর (Save) কথা আসে না।

ইসরাইলে পেপসিকে ইহুদি-বিদ্বেষী দাবী করা হতো

ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবার ৩ বছর আগেই ১৯৪৫ সালে তৎকালীন আরব লীগ ইহুদীদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য প্যালেস্টাইনে ইহুদী অধ্যুষিত “য়িশুভ” এলাকায় বয়কট আরোপ করে। এই বয়কটের শর্ত অনুযায়ী য়িশুভ (বা পরবর্তীতে প্রতিষ্ঠিত ইসরায়েলের) সাথে কোনরকম ব্যবসা-বাণিজ্য ছিল অবৈধ। এমনকি সেই সময় ইসরায়েলে কোকাকোলা খুব জনপ্রিয় ছিল বিধায় আরব দেশগুলো কোকাকোলা বয়কট করে। এছাড়াও এলটন জনের মত অনেক তারকাকে বয়কট করা হয় ইসরাইলে অনুষ্ঠান করার জন্য। [5] [6]

পেপসি সেই সময় আরবে খুব জনপ্রিয় ছিল। এই বয়কটের কারণেই হোক বা অন্য যেকোনো কারণে, ইসরায়েল মার্কেটে ১৯৯২ সালের পূর্ব পর্যন্ত পেপসি ব্যবসায় করে নি। আরব লীগের এই বয়কট চলে দীর্ঘ ৪৫ বছর। সেই সময় ইসরায়েলে ব্যবসায় না করার দায়ে আমেরিকার কোর্টে পেপসি কোম্পানিকে মামলার মুখেও পড়তে হয়েছে। সেই মামলায় পেপসি জিতলেও “ইহুদি-বিদ্বেষী” ট্যাগ লেগে যাওয়ায় আমেরিকা মার্কেটে তাদের শোচনীয় ক্ষতি হয়। যদিও পেপসির যুক্তি ছিল আরব মার্কেট হারাবার ভয়ে না, বরঞ্চ ইসরাইলী মার্কেট খুব ছোট হওয়ায় সেখানে তাদের “ফ্রেঞ্চাইস” দেওয়া সম্ভব ছিল না।

ইসরাইলে প্রবেশের পরও ইহুদী রক্ষণশীল গোষ্ঠী ‘গান-বাজনা-যৌনতা দিয়ে যুবসমাজকে ধ্বংস’ করার অভিযোগ আনে কোম্পানিটির উপর এবং সেই কারণে সাময়িক সময়ের জন্য তাদের ‘কশার’ (ইহুদীদের জন্য হালাল) লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। ইসরাইলের জন্য প্রতিষ্ঠিত একটি কোম্পানি যা ১) ইসরাইলেই ব্যবসায় করতে অসম্মতি জানায় এবং ২) যেটি পরবর্তিতে সেই ইসরাইলের জনগণের কাছেই সমালোচিত হয় – এসব ঘটনাগুলো যুক্তিতে মেলানো যায় না।

এই গুজবটির উৎপত্তি সম্বন্ধে সুনির্দিষ্ট কিছু পাওয়া না গেলেও, প্রাপ্ত তথ্য থেকে ধারনা করা যায় এটি প্রচার শুরু হয় ২০০০-২০০৩ সালের দিকে যখন মুসলিম বিশ্বে আমেরিকা বিরোধী মনোভাব প্রকট আকার ধারণ করে।

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

তথ্যসূত্র

মন্তব্য

দাবীটি প্রচারণার সময়কাল