‘কলার কণ্ঠ’ নামক একটি ওয়েবসাইটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উক্তি হিসেবে একটি বানোয়াট রিপোর্ট প্রকাশ করলে তা অনেকে সত্য বলে মনে করে।
‘কলার কণ্ঠ’ একটি ব্যঙ্গ-রসাত্মক জাল সংবাদ ওয়েব সাইট। বহুল প্রচারিত পত্রিকা ‘কালের কণ্ঠ’-এর নামের সাথে মিল রেখে তৈরি করা এই সাইটটির সব খবর ভুয়া ও বানোয়াট। যদিও ব্যঙ্গ-রসাত্মক (satire) সাইটগুলোর সাধারণ নীতি অনুসারে সাইটের ধরণ ও পরিচিত সুস্পষ্টভাবে উল্লেখ করা উচিত কিন্তু এই সাইটটিতে তা করা হয় নি।
কোন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পর অনলাইন দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কখনো বলেন নি। তবে ইতিপূর্বে এই বছরের এপ্রিল মাসে এমন একটি দাবী মন্ত্রীপরিষদ বিভাগ থেকে উঠানো হয়, যাতে টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে রাত ১২টার পর ফেইসবুক বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়। যা পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তরানা হালিম নাকচ করে দেয় এবং বলেন, “এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা বন্ধ করার কোন প্রশ্নই ওঠে না। এমন কি বিষয়টি নিয়ে কোন বিবেচনাও করা হয়নি।”