অনুসন্ধান

প্রথম প্রকাশ:

এই দাবীর প্রেক্ষাপটে প্রচারিত ভিডিওটি ২০১৫ সালের আগস্ট মাসের। ভারতের বিহারে পাটনা শহরের গর্দানিবাগ এলাকায় ‘বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে’ আন্দোলন করে মাদ্রাসা শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অভিযান শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের রোধ করার চেষ্টা করে। পুলিশের লাঠিতে ৩৫ জন জখম হন।

ভিডিওটি ‘প্রতিবাদী হাসান’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে প্রচার করা হয় ২০১৬ সালের ডিসেম্বরে মসজিদ ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে আন্দোলনরত মুসলিমদের উপর পুলিশের নির্যাতনের ভিডিও হিসেবে। গত ডিসেম্বরে ভিডিওটি পেইজে আপলোড করার পর এই পর্যন্ত আড়াই লাখের উপর শেয়ার হয় এবং হুবহু বিবরণে বিভিন্ন ফেইসবুক পেইজ ও একাউন্ট থেকে পুনরায় আপলোড দেওয়া হয়।

পাদটীকা

তথ্যসূত্র

  1. "মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের লাঠি পটনায়". আনন্দবাজার পত্রিকা. (আগস্ট ২৯, ২০১৫).
  2. "MADARSA TEACHERON KI PITAAYI - Bihar, Patna". YouTube. (আগস্ট ৩১, ২০১৫).
  3. Mohammed Uzair Shaikh. "Bihar: Madrasa teachers protest against government for non-payment of dues; police resort to lathicharge". India WebPortal. (আগস্ট ২৭, ২০১৫).
  4. Asian News International (ANI). "Madarsa teachers protest against state Govt in Patna". Twitter. (আগস্ট ২৭, ২০১৫).

মন্তব্য

প্রচারিত মাধ্যম

কোন মিডিয়া অন্তর্ভুক্ত করা হয় নি? রিপোর্ট করুন