অনুসন্ধান

প্রথম প্রকাশ:

এই গুজবটি এই বছরের শুরুতে ভারতে প্রচার হওয়া শুরু করে। প্রচারিত গুজবে দাবী করা হয় যে, “ভারতের তামিল নাড়ুতে অপহরণকৃত কিছু শিশুর লাশ একটি ট্রাকের কন্টেইনারে পাওয়া গিয়েছে। দেশটির বিভিন্ন অংশ থেকে এই শিশুদের অপহরণ করে তাদের শরীরের বিভিন্ন অংশ যেমন কিডনি, চোখ ইত্যাদি সরিয়ে ফেলা হয়েছে।” বাংলাদেশে গুজবটি প্রচার শুরু হয় মে মাসের দিকে।

ছবিটি মূলত ২০১৩ সালে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের আক্রমণে নিহতদের। আগস্ট ২১, ২০১৩ তারিখে সিরিয়ার দামস্কা শহরের পূর্ব ও পশ্চিম ঘওতায় এই আক্রমণটি করা হয়। [1]

এই গুজবটিতে ব্যবহার করা ছাড়াও এই ঘটনার ছবি বিভিন্ন সময় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ‘অপহরণকৃত মৃত শিশুদের’ লাশ হিসেবে প্রচার করা হয়েছে।

পাদটীকা

তথ্যসূত্র

  1. "Attacks on Ghouta: Analysis of Alleged Use of Chemical Weapons in Syria". Human Rights Watch. (সেপ্টেম্বর ১০, ২০১৩).
  2. Bangalore Mirror Bureau. "Fake News Buster: Container With Kids Found by Police". Bangalore Mirror / India Times. (ফেব্রুয়ারি ২৭, ২০১৭).

মন্তব্য

দাবীটি প্রচারণার সময়কাল