অনুসন্ধান

প্রথম প্রকাশ:

গুজবটি প্রচার শুরু হয় ২০১৫ সালের প্রারম্ভে। এটিকে ‘সেজদারত’ পাথর বা গাছ হিসেবে প্রচার করা হলেও এটি মূলত মেক্সিকোর Underwater Museum of Art (MUSA)-এর একটি ভাস্কর্য।

অনন্য এই আর্ট মিউজিয়ামটি মেক্সিকোর Cancún, Isla Mujeres ও Punta Nizuc অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয়। [1]

The Banker by Jason DeCaires Taylor (Underwater Sculpture)

Photo: © Museo Subacuático de Arte (MUSA)

এই ভাস্কর্যটির নাম ‘দি ব্যাংকার’ (The Banker)। এটি ‘Salon Manchones’ গ্যালারিতে ২০১২ সালে সংযোজিত করা হয়।[2] এই ভাস্কর্যটিতে দেখা যায় যে কিছু মাথাহীন মানুষ প্রার্থনাভঙ্গিতে মাটিতে নুয়ে পড়ে আছে। ভাস্কর্যটির শিল্পী Jason deCaires Taylor ভাস্কর্যটির ব্যাখ্যায় বলেন, “এখানে আমি ‘ব্যাংকারকে’ প্রদর্শন করতে চেয়েছি আমরা যেভাবে ভবিষ্যতকে দেখি সেটির আদলে- আমাদের সবকিছুই এখন করা হয় ক্ষণিকের লাভের জন্য এবং আমরা সৃষ্টিকর্তাকে প্রতিস্থাপন করেছি আর্থিক বিষয়াদি দিয়ে।”[3]

বর্তমানে মিউজিয়ামটিতে প্রায় ৫০০টির অধিক পূর্ণাকার (life-sized) ভাস্কর্য আছে।

সর্বশেষ হালনাগাদ:

পাদটীকা

তথ্যসূত্র

  1. "Official Website". Museo Subacuático de Arte.
  2. "The Banker (Underwater Salon Manchones)". Museo Subacuático de Arte.
  3. Kate Torgovnick May. "The sculpture garden at the bottom of the sea (The Bankers)". TED Ideas. (ডিসেম্বর ২৩, ২০১৫).

মন্তব্য