নিজের দেশকে নিয়ে নেতিবাচক চিন্তা করা আর অপর দেশের প্রতি নতজানু মানসিকতা প্রদর্শন আমাদের স্বাভাবিক চর্চা হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় রোহিঙ্গা বিষয়ে বিভিন্ন দেশের উদারতাকে তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরা হলেও বাংলাদেশের ভূমিকা থাকছে অকথিত। এই নিয়ে লিখেছে ঢাকা থেকে ‘শারমিন লুয়াফ’।
অভিমত: নায়ক তুরস্কের এরদোয়ান, সৌদির সালমান নাকি ‘আপনি’?
