অনুসন্ধান

পৃষ্ঠা ১ / ১

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

২০১৭ সালে ছিলো বিভিন্ন ইস্যুতে মুখরিত একটি বছর। তাই সুযোগসন্ধানী গুজব প্রচারকারীদের জন্য বছরটি ছিলো তাৎপর্যপূর্ন। রোহিঙ্গা বিতর্ক, ব্লু হোয়েল, নকল ডিম, নোবেল বিজয় ইত্যাদি বিষয়গুলোসহ বছরের সবচেয়ে ভাইরাল গুজব নিয়ে আমাদের এই লেখা।

এন্ড্রয়েড ফোনে ‘ব্লু হোয়েল’ গেম ঢুকিয়ে দেওয়া হবে – বিটিআরসির কি এমন সতর্কতা দিয়েছে?

এন্ড্রয়েড ফোনে 'ব্লু হোয়েল' গেম ঢুকিয়ে দেওয়া হবে - বিটিআরসির কি এমন সতর্কতা দিয়েছে?
অসত্য

বিটিআরসি এমন কোন সতর্কতা প্রদান করে নি। বার্তাটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্যের উপর তৈরি করা। এছাড়াও ব্লু হোয়েল মূলত মোবাইল বা কম্পিউটার ভিত্তিক গেম না।

অভিমত: ব্লু হোয়েল ও নকল ডিম – মিডিয়ার অজ্ঞতার চরম নিদর্শন

অভিমত: ব্লু হোয়েল ও নকল ডিম - মিডিয়ার অজ্ঞতার চরম নিদর্শন

ব্লু হোয়েল গেম (Blue Whale Game) এর মাধ্যমে তথাকথিত আত্মহত্যার দাবীগুলো থেকেও আরও শঙ্কার বিষয় হচ্ছে বানোয়াট তথ্যগুলো কিভাবে খুব সহজেই আমাদের মিডিয়ায় আশ্রয়গ্রহণ করে নিচ্ছে। ব্লু হোয়েলের পেছনের কথাগুলো এবং এই সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আমাদের এই আর্টিকেল।

‘ব্লু হোয়েল’ গেম খেলার মাধ্যমে বাংলাদেশি কিশোরীর মৃত্যু?

‘ব্লু হোয়েল’ গেম খেলার মাধ্যমে বাংলাদেশি কিশোরীর মৃত্যু?
অপ্রমাণিত

ব্লু হোয়েল গেম খেলার ফলে কিশোরীর মৃত্যু ঘটেছে এমন তথ্য সম্পূর্ণ কল্পনাপ্রসূত। এই গেমের উপসর্গের সাথে মিল পাওয়া যায় এমন কোন শারীরিক ক্ষতের উপস্থিতি কিশোরীর শরীরে পাওয়া যায় নি।