লাইফস্টাইল মোডিফাইয়ার? হ্যাঁ। ডাক্তারি চিকিৎসা? না।
ন্যাচারোপ্যাথি: ডাঃ জাহাঙ্গীর কবির আলোচনায় যে চিকিৎসার সাথে আপনার পরিচিতি থাকা দরকার

ডাঃ জাহাঙ্গীর কবির (Dr. Jahangir Kabir) একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশ (আইপিসিআরজি) এর যুগ্মসম্পাদক। জাহাঙ্গীর কবির ১৯৯২ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
ডাঃ জাহাঙ্গীর কবির ডায়াবেটিস ও ডায়েট সম্পর্কিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউবে পোস্ট করে থাকেন। জেকে লাইফস্টাইল (JK Lifestyle) নামে পরিচিত, ডাঃ জাহাঙ্গীর কবিরের ডায়েট চার্ট ও লাইফস্টাইল ইতোমধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকে এটিকে কিটো ডায়েট (Ketogenic Diet) চার্টের সাথেও তুলনা করে থাকে।
লাইফস্টাইল মোডিফাইয়ার? হ্যাঁ। ডাক্তারি চিকিৎসা? না।
আলোচিত ভিডিওতে ভ্যাকসিন ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যনীতির ব্যাপারে মৌলিক পর্যায় তার অজ্ঞতাই প্রমাণিত হয়েছে এবং তার অধিকাংশ বক্তব্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক।