তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের সাথে সাথে ইন্টারনেটের নাগরিক হিসেবে আমাদের বাড়ছে দায়িত্ব। অনলাইনে যথাযথ সত্যতা অনুসন্ধান ছাড়া তথ্য প্রচার পূর্বেও জন্ম দিয়েছে সহিংসতার এবং এ ব্যাপারে সতর্কতা না নেওয়া হলে ঘটতে পারে আরও অঘটন। নেটিজেন হিসেবে আমাদের এসব দায়িত্বগুলো নিয়ে লিখেছেন সিলেট থেকে ‘মো. এবাদুর রহমান শামীম’।
Fake Photo সংক্রান্ত গুজব
পৃষ্ঠা ১ / ১
লংগদুতে আদিবাসীদের উপর হামলা: কিছু ভুল ছবি
লংগদুতে অগ্নিসংযোগের ঘটনা সত্য হলেও ছবিগুলো এই ঘটনা সংশ্লিষ্ট নয়।
এই ছবিগুলো কি ভোলায় গণধর্ষণের শিকার হওয়া ‘হিন্দু’ ছাত্রীদের?
অসত্য
এই ছবিগুলো ভারতের ছত্তিসগড় প্রদেশে রায়পুর শহরে একটি সড়ক দূর্ঘটনায় নিহতদের।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি জুতা পড়ে কাবা ঘর পরিদর্শন করেছেন?
অসত্য
প্রচারিত এই ছবিটি বানোয়াট এবং মূলত ২০১৫ সালে প্রিন্স খালিদের কাবা ঘর পরিদর্শনে সময় তোলা একটি ছবির আদলে আঁকা।