অনুসন্ধান

পৃষ্ঠা ১ / ১

অভিমত: হলুদ নেটিজেন সাংবাদিকতা

অভিমত: হলুদ নেটিজেন সাংবাদিকতা

তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের সাথে সাথে ইন্টারনেটের নাগরিক হিসেবে আমাদের বাড়ছে দায়িত্ব। অনলাইনে যথাযথ সত্যতা অনুসন্ধান ছাড়া তথ্য প্রচার পূর্বেও জন্ম দিয়েছে সহিংসতার এবং এ ব্যাপারে সতর্কতা না নেওয়া হলে ঘটতে পারে আরও অঘটন। নেটিজেন হিসেবে আমাদের এসব দায়িত্বগুলো নিয়ে লিখেছেন সিলেট থেকে ‘মো. এবাদুর রহমান শামীম’।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি জুতা পড়ে কাবা ঘর পরিদর্শন করেছেন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি জুতা পড়ে কাবা ঘর পরিদর্শন করেছেন?
অসত্য

প্রচারিত এই ছবিটি বানোয়াট এবং মূলত ২০১৫ সালে প্রিন্স খালিদের কাবা ঘর পরিদর্শনে সময় তোলা একটি ছবির আদলে আঁকা।