অনুসন্ধান

পৃষ্ঠা ১ / ২

ক্যান্সার রোগের কারণ হিসেবে Snickers চকলেট ‘নিষিদ্ধ’ করা হয়েছে?

ক্যান্সার রোগের কারণ হিসেবে Snickers চকলেট 'নিষিদ্ধ' করা হয়েছে?
অসত্য

একটি চকলেটে প্লাস্টিক পাওয়া যাওয়ায় ২০১৬ সালে মার্স কোম্পানি প্রায় ৫৬ দেশ থেকে নির্দিষ্ট সময়ে উৎপাদিত কিছু চকলেট উঠিয়ে নেয়। তবে ক্যান্সার রোগের কারণ হিসেবে এই চকলেটটির উৎপাদন বন্ধ করার কোন সংবাদ পাওয়া যায়নি।

ক্যাডবেরি চকলেটে ‘এইচআইভি’ মেশানো হয়েছে?

ক্যাডবেরি চকলেটে 'এইচআইভি' মেশানো হয়েছে?
অসত্য

এই সংক্রান্ত কোন খবর বিবিসি, স্কাই নিউজ বা কোন দেশের পুলিশ দ্বারা প্রচারিত হয় নি। খাদ্য কিংবা পানীয়র মাধ্যমে এইচআইভি ভাইরাসের সংক্রামণ ঘটে না।

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

২০১৭ সালে ছিলো বিভিন্ন ইস্যুতে মুখরিত একটি বছর। তাই সুযোগসন্ধানী গুজব প্রচারকারীদের জন্য বছরটি ছিলো তাৎপর্যপূর্ন। রোহিঙ্গা বিতর্ক, ব্লু হোয়েল, নকল ডিম, নোবেল বিজয় ইত্যাদি বিষয়গুলোসহ বছরের সবচেয়ে ভাইরাল গুজব নিয়ে আমাদের এই লেখা।

খাবার হোটেলে অজগরের মাংস বিক্রির সময় কি দুইজনকে আটক করা হয়েছে?

খাবার হোটেলে অজগরের মাংস বিক্রির সময় কি দুইজনকে আটক করা হয়েছে?
অসত্য

অজগরের মাংস খাবার হোটেলে বিক্রয় করার সময় অপরাধীদের গ্রেফতার করার ঘটনাটি সত্য নয়।

শুধুমাত্র ‘ভেজাল’ সরিষা তেল আগুনে উত্তপ্ত করলেই কি বর্ণহীন হয়ে যায়?

শুধুমাত্র 'ভেজাল' সরিষা তেল আগুনে উত্তপ্ত করলেই কি বর্ণহীন হয়ে যায়?
অসত্য

এই ভিডিওগুলোতে দেখানো পদ্ধতিটিতে কেবল প্রাণ বা রাঁধুনি না, বরং যে কোন ভোজ্য সরিষার তেল উত্তপ্ত করা হলে সেটির ক্ষেত্রেও একই ফলাফল পরিলক্ষিত হবে।

মেন্টোস ও পেপসি একসাথে খেলে কি সায়ানাইড বিষ তৈরি হয়ে মানুষ মারা যায়?

মেন্টোস ও পেপসি একসাথে খেলে কি সায়ানাইড বিষ তৈরি হয়ে মানুষ মারা যায়?
অসত্য

মিন্ট জাতীয় ক্যান্ডি ও সোডাজাতীয় সফট ড্রিঙ্কস একসাথে বা আগে-পরে খেলে মারা যাওয়ার কোন সম্ভাবনা নেই।

উপাদানে লেখা E471 বা E476 কোড সম্বলিত সকল খাদ্যদ্রব্য কি ‘হারাম’?

উপাদানে লেখা E471 বা E476 কোড সম্বলিত সকল খাদ্যদ্রব্য কি 'হারাম'?
অসত্য

এই কোডগুলো থাকলেই নির্দেশ করে না যে পণ্যে শূকরের মাংস কিংবা চর্বি ব্যবহার করা হয়েছে।

রাজধানীতে কি গরু-খাসির নামে ‘কুকুরের মাংসের’ বিরিয়ানি বিক্রি হচ্ছে?

রাজধানীতে কি গরু-খাসির নামে 'কুকুরের মাংসের' বিরিয়ানি বিক্রি হচ্ছে?
অপ্রমাণিত

একই ছবি ও লেখাসম্বলিত ভাইরাল পোস্টগুলো ছাড়া এমন কোন সংবাদের ভিত্তি পাওয়া যায় নি।