গবেষণাটি মূলত ইহুদী ধর্মালম্বিদের ‘কোশার’ পদ্ধতির উপর ছিলো। সরাসরি ধর্মীয় পদ্ধতি পশু জবাই করা হলে, সেটি ভেড়া ও বাছুরের ক্ষেত্রে ব্যথাহীন।
ইসলামিক পদ্ধতিতে জবাইতে পশু ব্যথা অনুভব করে না — এই ভাইরাল পোস্টের সত্যতা কতটুকু?

গবেষণাটি মূলত ইহুদী ধর্মালম্বিদের ‘কোশার’ পদ্ধতির উপর ছিলো। সরাসরি ধর্মীয় পদ্ধতি পশু জবাই করা হলে, সেটি ভেড়া ও বাছুরের ক্ষেত্রে ব্যথাহীন।
নির্দিষ্ট কোন রাতে উল্কাপাত হয় না – এমন কোন তথ্য নাসা থেকে প্রকাশ করা হয় নি এবং এই দাবীটি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। মুফতি মোহাম্মদ কাজি ইব্রাহিমের করা দাবীর ভিত্তিতেই এই গুজবটি প্রচার করা হয়।
তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের সাথে সাথে ইন্টারনেটের নাগরিক হিসেবে আমাদের বাড়ছে দায়িত্ব। অনলাইনে যথাযথ সত্যতা অনুসন্ধান ছাড়া তথ্য প্রচার পূর্বেও জন্ম দিয়েছে সহিংসতার এবং এ ব্যাপারে সতর্কতা না নেওয়া হলে ঘটতে পারে আরও অঘটন। নেটিজেন হিসেবে আমাদের এসব দায়িত্বগুলো নিয়ে লিখেছেন সিলেট থেকে ‘মো. এবাদুর রহমান শামীম’।
জাতীয় সংকটকালে অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে বিদ্বেষমূলক বার্তার মাধ্যমে সংঘাত ও হানাহানির দিকে জনসাধারণকে উসকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই বিষয় আলোকপাত করেছেন ঢাকা থেকে ‘লতিফুর রহমান’।
ছবিগুলো ভারতের বিহার প্রদেশের পাটনা শহরে ‘ওয়াকফকৃত’ সম্পত্তি সংক্রান্ত বিভেদে শিয়া মুসলিম ও পুলিশের মাঝে সংগঠিত সহিংস ঘটনার।
ছবিগুলো ২০১৫ সালে ভারতের নাগাল্যান্ডে একজন অভিযুক্ত ধর্ষককে পিটিয়ে হত্যা করার ঘটনার।
দাবীটি সঠিক নয়। জুতাটির নিচে কোম্পানির নামের সাথে সামঞ্জস্য রেখে রেইভেন (দাঁড়কাক)-এর প্রতিকৃতি দেওয়া।
প্রচারিত এই ছবিটি বানোয়াট এবং মূলত ২০১৫ সালে প্রিন্স খালিদের কাবা ঘর পরিদর্শনে সময় তোলা একটি ছবির আদলে আঁকা।
কোকাকোলার লোগো উল্টো করলে ‘লা মোহাম্মদ, লা মক্কা’ হয় এই দাবীটি নিতান্তই গুজব।
২০১২ সালে ট্রেইলার প্রকাশের পর এটির কোন পূর্নাজ্ঞ ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয় নি।
ইউনেস্কো কর্তৃক ইসলামকে সবচেয়ে শান্তিপূর্ন ধর্ম হিসেবে ঘোষনা দেওয়ার একটি রিপোর্ট প্রচার করা হচ্ছে। রিপোর্টটি সত্য নয়।