অনুসন্ধান

পৃষ্ঠা ১ / ১

GovtInfo: “শেখ হাসিনা সরকারের সাফল্য”

GovtInfo:

২০২৪ সালের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে গত জুলাই মাস থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমে বর্তমান সরকারের অবদানগুলোকে জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের এসএমএস চ্যানেল GovtInfo এর মাধ্যমে পাঠানো হচ্ছে তথ্য ও উপাত্তসমৃদ্ধ ‘শেখ হাসিনা সরকারের সাফল্য’ শীর্ষক ম্যাসেজ। আমরা এখানে সেসব উপাত্তের সত্যতা যাচাই করছি।

শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী নির্বাচিত?

শেখ হাসিনা ছবি | Sheikh Hasina Photo

এতে মূলত ২০১৮ সালে বিভিন্ন বেনামী প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ভাইরাল বানোয়াট সংবাদগুলোকে কটাক্ষ করা হয়েছে।

আইআরআই জরিপে ২০১৮ সালে কি শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে ‘বৃদ্ধি’ পেয়েছে?

আইআরআই জরিপে ২০১৮ সালে কি শেখ হাসিনার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে ‘বৃদ্ধি’ পেয়েছে?
অসত্য

আইআরআই কর্তৃক এমন একটি জরিপ প্রকাশের সত্যতা পাওয়া গিয়েছে, তবে বাসস কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সঠিক নয়।

শেখ হাসিনাকে সেরা স্বৈরশাসকের তালিকায় নির্বাচিত করা হয়েছে?

শেখ হাসিনাকে সেরা স্বৈরশাসকের তালিকায় নির্বাচিত করা হয়েছে?
বিভ্রান্তিকর

তাই এই জরিপ আন্তর্জাতিক গণমত তো দূরের কথা, জাতীয় গণমতকেও প্রতিনিধিত্ব করে না। এই জরিপ ও জরিপ পদ্ধতির দুর্বলতা ব্যবহার করে, সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে মাত্র।

শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত?

শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত?
অসত্য

দ্য স্টাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামক কথিত গবেষণা প্রতিষ্ঠানটি একটি অস্তিত্বহীন কাল্পনিক সংস্থা। এমন কোন গবেষণা বা জরিপের প্রমাণ কোথাও পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘বাংলা ইনসাইডার’ নিউজ পোর্টালের অবাধ মিথ্যাচার

Sheikh Hasina

গত বছর থেকে শুরু করে, বাংলা ইনসাইডার নামক নিউজপোর্টালটি তাদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রকাশ করে যাচ্ছে একের পর এক মিথ্যা ও কাল্পনিক সংবাদ। বাংলাদেশে পূর্ণাঙ্গ বানোয়াট খবর প্রকাশের পথিকৃৎ এই নিউজ পোর্টালটি, ইতিমধ্যমে বোকা বানিয়েছে জনসাধারণ থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের। এই বিষয় আলোকপাত আমাদের এই প্রবন্ধে।

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

ফিরে দেখা ২০১৭: বছরের সবচেয়ে ভাইরাল গুজব ও বানোয়াট সংবাদসমূহ

২০১৭ সালে ছিলো বিভিন্ন ইস্যুতে মুখরিত একটি বছর। তাই সুযোগসন্ধানী গুজব প্রচারকারীদের জন্য বছরটি ছিলো তাৎপর্যপূর্ন। রোহিঙ্গা বিতর্ক, ব্লু হোয়েল, নকল ডিম, নোবেল বিজয় ইত্যাদি বিষয়গুলোসহ বছরের সবচেয়ে ভাইরাল গুজব নিয়ে আমাদের এই লেখা।

গবেষণায় বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত?

গবেষণায় বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত?
অসত্য

পিপলস অ্যান্ড পলিটিক্স নামক প্রতিষ্ঠানটি কাল্পনিক। এমন কোন গবেষণার সংবাদ নির্ভরযোগ্য কোন মাধ্যমে পাওয়া যায় না।

নোবেল শান্তি পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় শেখ হাসিনা?

নোবেল শান্তি পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় শেখ হাসিনা?
অসত্য

বাংলা ইনসাইডার নামক একটি বেনামী নিউজ পোর্টাল এই বানোয়াট রিপোর্টটি করলে সেটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।

নোবেল শান্তি পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম প্রস্তাব করা হয়েছে?

নোবেল শান্তি পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম প্রস্তাব করা হয়েছে?
অসত্য

বাংলা ইনসাইডার নামক নিউজ পোর্টালে এমন দাবী সংবলিত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট।