দুটি সাগরের মিলনস্থলে পানি একসাথে না মিশে বরং আলাদা আলাদাভাবে পরস্পর পাশাপাশি চলছে বলে মনে হয়। তবে এটি কোন অস্বাভাবিক, অবৈজ্ঞানিক বা অলৌকিক ঘটনা নয়। এটির খুব চমৎকার সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
দুইটি সাগরের মোহনায় পানি না মিশে পাশাপাশি কিভাবে চলছে?
