পিপলস অ্যান্ড পলিটিক্স নামক প্রতিষ্ঠানটি কাল্পনিক। এমন কোন গবেষণার সংবাদ নির্ভরযোগ্য কোন মাধ্যমে পাওয়া যায় না।
গবেষণায় বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত?

পিপলস অ্যান্ড পলিটিক্স নামক প্রতিষ্ঠানটি কাল্পনিক। এমন কোন গবেষণার সংবাদ নির্ভরযোগ্য কোন মাধ্যমে পাওয়া যায় না।
আয়রন ট্যাবলেটে ফেরাস আয়রন, আয়রন পলিম্যালটোজ কমপ্লেক্স অথবা কার্বনিল আয়রন নামক ঔষধে ৯৭ থেকে ৯৯.৫ ভাগ বিশুদ্ধ লোহা থাকতে পারে। যা ক্ষতিকর না। এসব লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হওয়া খুবই সাধারণ ঘটনা।
ইলেক্ট্রোলাইসিস পদ্ধতিতে পানির বিশুদ্ধতা নির্ণয় করা যায় না।
নির্দিষ্ট কোন রাতে উল্কাপাত হয় না – এমন কোন তথ্য নাসা থেকে প্রকাশ করা হয় নি এবং এই দাবীটি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। মুফতি মোহাম্মদ কাজি ইব্রাহিমের করা দাবীর ভিত্তিতেই এই গুজবটি প্রচার করা হয়।
বিটিআরসি এমন কোন সতর্কতা প্রদান করে নি। বার্তাটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্যের উপর তৈরি করা। এছাড়াও ব্লু হোয়েল মূলত মোবাইল বা কম্পিউটার ভিত্তিক গেম না।
বাংলা ইনসাইডার নামক একটি বেনামী নিউজ পোর্টাল এই বানোয়াট রিপোর্টটি করলে সেটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।
ছবিতে প্রদর্শিত দুষ্কৃতিকারীরা পরিচয়ে রোহিঙ্গা মুসলিম নন এমন প্রমাণ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বাংলা ইনসাইডার নামক নিউজ পোর্টালে এমন দাবী সংবলিত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট।
এমন অনুদানের সংবাদ নির্ভরযোগ্য কোন সংবাদ মাধ্যমে পাওয়া যায় না।
এই ভিডিওগুলোতে দেখানো পদ্ধতিটিতে কেবল প্রাণ বা রাঁধুনি না, বরং যে কোন ভোজ্য সরিষার তেল উত্তপ্ত করা হলে সেটির ক্ষেত্রেও একই ফলাফল পরিলক্ষিত হবে।
ব্যথা, জ্বালা-পোড়া ও জ্বরের প্রতিষেধক হিসেবে বাজারে বহুল প্রচলিত সাধারণ নাপা ও এইস ঔষধ এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়।
ফুটেজটি ধর্মীয় সংঘাতের দৃশ্য বলে প্রচার করা হলেও এটি একটি সন্ত্রাসী হামলার ঘটনার।