যে সকল পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে ‘যাচাই’-এর শনাক্তকৃত গুজব, অসত্য সংবাদ, বানোয়াট ছবি প্রচারিত হয়েছে তাদের তালিকা এখানে প্রদান করা হলো। এই তালিকাটি কোন গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করার প্রচেষ্টায় প্রকাশিত।
এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি কিন্তু ‘যাচাই’ এর দ্বারা ইতোমধ্যে ভুল প্রমাণিত হয়েছে, এমন কোনো সংবাদ মাধ্যমের ব্যাপারে আমাদের অবগত করতে সংশ্লিষ্ট পোস্টের “প্রচারিত মাধ্যম” ট্যাব থেকে রিপোর্ট লিংক ক্লিক করুন।
নিবন্ধিত মিডিয়ার তালিকা:২৮৮