দৈনিক জনকণ্ঠ আগস্ট ৬ তারিখে এই ছবিটি তাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশ করে, আগস্ট ৪ তারিখে ধানমন্ডির জিগাতলায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাধারণ স্কুল-কলেজর ছাত্রছাত্রীর উপর সংগঠিত হামলার ছবি হিসেবে। যার বিবরণে লেখা হয়―
“শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ধানমন্ডিতে হামলাকারী ঢাকা কলেজ ছাত্রদলের (লাল চিহ্নিত) যুগ্ম আহ্বায়ক শিবলী”।

ছবি: দৈনিক জনকণ্ঠ, প্রথম পাতা (আগস্ট ৬ ২০১৮)
ছবিটির ধানমন্ডির ঘটনার সাথে সম্পৃক্ততা নেই। এটি মূলত ২০১২ সালের জানুয়ারি ২৪ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছবি। এই হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী আহত ও ১৭ কর্মী বহিষ্কৃত হয়।[1]
২৫ জানুয়ারি ২০১২ তারিখে ভোরের কাগজে এ ছবি প্রকাশ হয়েছিলো। বাংলার চোখ ফটো সংস্থার জন্য ছবিটি তোলেন ফটোগ্রাফার মোসলেহ উদ্দিন তরুণ।
এই ছবিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তোলা হয়।
‘দেশে বিদেশে‘ নামক একটি নিউজ পোর্টালে প্রকাশিত একটি আর্টিকেল, যা প্রকাশ হয়েছিলো ২০১৩ সালে, সেখানে এই ছবিটি পাওয়া যায়।

স্ক্রিনশট: দেশ বিদেশে (জুন ২৫, ২০১৩)
পাকিস্তান ভিত্তিক একটি প্রোপাগান্ডা সাইটেও ছবিটি ২০১৩ সালের একটি আর্টিকেলে ছবিটি পাওয়া যায়। যদিও তাতে বলা হয়, জামাতের উপর আওয়ামী লীগের হামলার চিত্র এটি।
প্রায় দুই যুগ পুরনো এই পত্রিকাটির, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ‘কাল্পনিক’ তথ্য দিয়ে, এমন ভুল ছবি প্রচার লজ্জাজনক ও সাংবাদিকতার নূন্যতম দায়িত্ব বহির্ভূত। এমন আচরণ পত্রিকাটির পরিবেশিত সকল সংবাদকে প্রশ্নবিদ্ধ করছে।
পূর্বেও পত্রিকাটি ২০১৬ সালে ‘মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা‘ ও ২০১৭ সালে ‘লংগদুতে আদিবাসীদের উপর হামলা‘-এর সংবাদে প্রথম পাতায় এমন ভুল ছবি ও তথ্য প্রচার করে।